আমরা অনেকেই মোবাইল রুট করতে চাই, তবে আমরা জানি না যে কিভাবে মবাইল রুট করতে হয়। আজকে আমার টিউটোরিয়াল টি হল যে যেকোনো মোবাইল রুট করার ধাপ গুলো কি?
ধাপঃ
- সবার আগে আমাদের মোবাইল এ CWM Recovery অথবা TWRP Recovery Flash দিতে হবে।
- এর পর মোবাইল এর জন্য Super SU (Zip) ইন্সটল করতে হবে।
উপরের ধাপ দুইটা সকল মবাইল এর জন্ন সাধারন ধাপ যা জানা থাকলে আপনি সকল ধরনের মবাইল রুট করতে পারবেন।
এখন শুরু করা যাক টিউটরিয়ালঃ
- ধরা যাক আমি Symphony i10 মোবাইল টি রুট করতে চাই, তাহলে আমাকে সবার আগে Symphony i10 এর জন্য যেকোনো Ricovery Tool (CWM\TWRP) Download করব। Google এ Search দিন এভাবেঃ- CWM recovery for Symphony i10
- কাস্টম রিকভারি Download হয়ে গেলে সেই রিকভারি Flash দেওয়ার জন্য Flash Tool Download করতে হবে। Google এ Search দিন এভাবেঃ- Flash Tool for Symphony i10। সাধারনত Symphony মোবাইল এর জন্য SP Flash Tool ব্যাবহার করা হয়।
- এবার আপনাকে আপনার মবাইল এর জন্য Super SU Download করতে হবে। আশা করি বুঝেছেন যে কিভাবে ।
- ফাইল যোগার হয়ে গেল। এবার আপনার Flash Tool এবং Custom Recovery (CWM\TWRP) কে আপনার PC তে রাখুন এবং Super Su কে আপনার মোবাইল এর Phone Memory তে রাখুন।
- বিঃদ্রঃ ধারনত এসকল ফাইল একটা Zip পেকেজ ের মধ্যেও পাওয়া যায়, তবে যদি না পাওয়া যায় তাহলে উপরের স্টেপ গুলু অনুসরন করবেন।
ফাইল সব Download হয়েছে। এখন এগুলোর ব্যাবহারঃ-
STEP 1: এখন Flash Tool চালু করুন এবং Scatter File select করুন এরকম কিছু একটা নাম থাকবে
"MT6580_Android_scatter.txt" এবং Recovery.img ফাইল টাতে চেক মার্ক করুন।
STEP 2: মোবাইল এর ব্যাটারি খুলে USB Cable এর মাধ্যমে কম্পিউটার এর সাথে Connect করুন। Download Successful দেখানো পর্যন্ত অপেক্ষা।
STEP 3: এখন ব্যাটারি Connect করে Vollum Up key এবং Power Key একসাথে চেপে রাখুন।
STEP 4: এখন Install প্রেস করুন এবং SD Card এ
SuperSU Select করুন।
STEP 5: SuperSu Successfully Install হলে System Reboot করুন।
কাজ শেষ। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন এবং আপনারা কোন বিষয়ে পরবর্তী টিউটরিয়াল চান সেটা কমেন্ট এ অবশ্যই বলেন।
0 Comments
Add A comment here...