সবাই কেমন আছেন..? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
সবাই কে আজকে বড় ধরনের একটা খুশির খবর দিতে আমার আজকের এই টিউন। বিষয়টি তো ইতিমধ্যেই টিউনের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। তো এবার চলুন মূল বিষয়ে যাওয়া যাক………
Internet.org তে সাইট যোগ করার পূর্বে করণীয়ঃ
√
আপনি আপনার সাইট সাইট যোগ করার পূর্বে দেখে নিন আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা। যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে আপনার সাইটটি তারা এ্যাপ্রোভ করবেনা।
আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা দেখতে এখানে যান
Mobile friendly check
দ্বিতীয় শর্ত হলো আপনার সাইট Java script মুক্ত হতে হবে।
তৃতীয় শর্ত হলো হলে সাইটটি হতে হবে ব্রাউজার কমপ্লিবিটি।
উডরোক্ত তিনটি শর্ত তিনটি মেনে কাজ করলে আপনার সাইট অবশ্যই এ্যাপ্রোভ হবে।
এবার দেখুন Internet.org কিভাবে সাইট এ্যাড করতে হয়।
ধাপ ১ঃ-
প্রথম ফরমে আপনার পুর্ণ নাম,
আপনার ই-মেইল মোবাইল নাম্বার,
তারপর আপনার বিজনেস এর নাম। (এক্ষেত্রে আপনার সাইটের নামও ব্যবহার করতে পারেন)
তারপর আপনার নিজের দেশ Select করুন।
ধাপ ২ঃ-
দ্বিতীয় ফরমে
প্রথম ঘরে আপনার সাইটের নাম দিন
দ্বিতীয় ঘরে আপনার সাইট সম্পর্কে এক লাইন বর্ণনা লিখুন
তৃতীয় ঘরে আপনার সাইটের পূর্ণ বর্ণনা দিন
চতুর্থ ঘরে Category select করুন। অর্থ্যাৎ আপনার সাইট কোন বিষয়ক সেটা লিখুন।
তারপর নিচে দেখুন দুইটা ঘর ফটো আপলোডের জন্য। এবার তাদের তাদের দেওয়া নির্ধারিত সাইজের ছবি আপলোড করে নিন
ধাপ ৩ঃ-
এবার প্রথম ঘরে নির্বাচন করুন কোন কোন দেশ থেকে ফ্রিতে আপনার সাইট ব্রাউজ করতে পারবে
এবার আপনার নির্বাচিত দেশ গুলোর জন্য ভাষা নির্বাচন করুন।
এবার নিচে দেখুন লেখা আছে Submit এবার সেখানে ক্লিক করে সাবমিট করে নিন।
সাবমিট তো করলেন এখন তারা আপনার সাইট দেখে গ্রহণযোগ্য হলে এ্যাপ্রোভ করে দিবে। এখন আর আপনি কি করবেন..বসে বসে মুড়ি খান আপনার ফিডব্যাক এর দিকে লক্ষ্য রাখুন। এ্যাপ্রোভ হলে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে।
আজ এখানেই শেষ করছি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর নতুন কিছু জানতে ও শিখতে fartrick এর সাথেই থাকুন। ধন্যবাদ
0 Comments
Add A comment here...